স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক শিল্পীমৈত্রী সংগঠন ‘বিশ^ভরা প্রাণ’ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে দুই বাংলার শিল্ফীদের অংশগ্রহণে রাজবাড়ীতে সাংস্কৃতিক মেলবন্ধন অনুষ্ঠিত হবে। সংগঠনের জেলা সম্মেলন উপলক্ষে আজ (১১ জুন) শনিবার বিকাল ৪ টায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ আয়োজন করা হয়েছে। ‘বিশ^জুড়ে বাংলার সংস্কৃতি’ এ শ্লোগানকে ধারণ করে আয়োজিত এ সম্মেলন উদ্বোধন করবেন সংগঠনের সভাপতি বরেণ্য আবৃতি শিল্পী জাহান বশীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী জেলা পরিষদ প্রশাসক ফকীর আব্দুল জব্বার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ^াস। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের শিল্পী বিধুরা ধর, শাশ^তী ব্যানার্জী, প্রদ্যুৎ মৈত্র ও সৌমিক ব্যানার্জী অংশগ্রহণ করবেন। এছাড়া বাংলাদেশের গুণী শিল্পীরাও অনুষ্ঠানে অংশ নিবেন। সংগঠনের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ আতাউর রহমান ও সাধারণ সম্পাদক শাহানাজ বেগম অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানিয়েছেন।