সোহেল রানা : রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে ৩৪ বছরের চাকুরির সফল সমাপান্তে সাট মূদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোঃ ইউনুছ আলীকে সকল সহকর্মীর এক আবেগঘন আনুষ্ঠানিক বিদায় জানিয়েছেন।
চাকরিতে যোগদান করে সুনামের সাথে চাকরীকাল অতিবাহিত করেন ইউনুছ আলী। চাকরীতে ৩৪ বছর পূর্ণ করে সরকারী নিয়মানুযায়ী এক বছরের অবসরোত্তর (পিআরএল) ছুটিতে যান। এ সময় রাজবাড়ী পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামানের উদ্যোগে সহকর্মী পেলেন এক ব্যতিক্রমী সংবর্ধনা। মঙ্গলবার তাকে প্রদান করা হয়েছে সম্মাননা ক্রেস্ট। শুধু তা-ই নয়, গাড়িটি ফুল-বেলুন দিয়ে সাজানোও হয়। এভাবে সুসজ্জিত পুলিশের গাড়িতে করে তাকে নিজ বাড়ীতে পৌঁছে দেয়া হয়। চাকরীর শেষ দিনে সহকর্মীরা বিশেষভাবে সম্মান জানান এ সহকর্মীকে। আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানে পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, সকল থানার অফিসার ইনচার্জ, রাজবাড়ী জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দসহ রাজবাড়ী জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।