মাসুদ রেজা শিশির : সম্প্রতি ভারতে বিজেপির মূখোপাত্র কর্তৃক হযরত মোহাম্মাদ (সা.) কে নিয়ে কুটক্তির প্রতিবাদে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মাজাইল বাজারে (১৭জুন) শুক্রবার দুপুর ৩টার দিকে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মাজাইলের সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে মাজাইল বি এমডি উচ্চ বিদ্যালয় চত্বরে এ প্রতিবাদ সভায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন, বয়রাট মাজাইল ফাযিল মাদ্রাসার শিক্ষক হায়েজ মাওলানা মোঃ সাইফুল ইসলাম,। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা মোঃ আব্দুল্লাহ, সাংবাদিক মাসুদ রেজা শিশির, কেরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মহিউদিন মানিক,হাফেজ আব্দুর রহিম,সাইফুল ইসলাম জিহাদী,অন্তর প্রমুখ।
সমাবেশে বক্তাগন নবীজিকে নিয়ে কটুক্তির তীব্র নিন্দা জানিয়ে কটুক্তিকারিদের কঠোর শন্তির দাবী জানান সেই সাথে বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানান রাষ্ট্রীয় ভাবে এ ঘটনার ত্বীব্র নিন্দা জানিয়ে মহান সংসদ থেকে একটি বিবৃতি দেওয়ার।
এর আগে পাট্টা ইউনিয়ন ও আশ পাশের এলাকা থেকে জুম্মার নামাজ শেষে বিভিন্ন এলাকার ধর্ম প্রাণ নবীর প্রেমিকগন মিছিল সহকারে মাজাইল বাজার সংলগ্ন বি এমডি উচ্চ বিদ্যালয় মাঠ এলাকায় সমবেত হয়। পরে মাজাইল জামে মসজিদের ইমামের দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।