বালিয়াকান্দি প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ক্ষিতিশ চন্দ্র বসু ক্রীড়াঙ্গনে নবীন বনাম প্রবীনদের মাঝে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ব্যাতিক্রম ধর্মী এ ফুটবল প্রতিযোগীতায় কৌতুহলী জনতার জমায়েত দেখাযায়। এত প্রধান অতিথি হিসেবে জঙ্গল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শশধর ঘোষ । বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট সমাজসেবক নিখিল রঞ্জন বসু ,পোটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দিব বিশ^াস। খেলা পরিচালনায় চাপড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অমিয় বসু, প্রবিনদের পক্ষে নেতৃত্ব প্রদান করেন হিল্লোল বসু, নবীনদের নেতৃত্ব দেন প্রশান্ত বসু। পুরস্কার হিসেবে ২৮ কেজি ওজনের খাসী। নিধারিত ৯০ মিনিট খেলায় উভয় দল ৩-৩ গোলে ড্র হয়।