স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) হিসেবে চৌধুরী মোঃ মাহবুবুর রহমান যোগদান করেছেন। গত মঙ্গলবার সকালে তিনি নতুন কর্মস্থল রাজবাড়ী জেলায় যোগদান করেন। এর আগে তিনি খুলনায় অতিরিক্ত জেলা জজ হিসেবে কর্মরত ছিলেন।
নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে রাজবাড়ীতে স্বাগত জানান রাজবাড়ীর ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কায়সুন্নাহার সুরমা সহ ম্যাজিস্ট্রেসীর অন্যান্য বিচারকবৃন্দ। এসময় ম্যাজিস্ট্রেসীর বিচারকগণের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় ও রাজবাড়ীর বিভিন্ন আদালতে চলমান মামলাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
বুধবার সকালে নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌধুরী মোঃ মাহবুবুর রহমান রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে নিজ দফতরে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এসময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কায়সুন্নাহার সুরমা, মোঃ সুমন হোসেন, সুধাংশু শেখর রায়, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মৌসুমী সাহা ও মোঃ ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাতকালে রাজবাড়ীর নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে ফুলেল শুভেচ্ছা জানান রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. এ.িটি.এম মোস্তফা, সহ-সভাপতি এ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, সম্পাদক এ্যাড. বিজন কুমার বোস, যুগ্ম সম্পাদক এ্যাড. তসলিম আহমেদ, যুগ্ম সম্পাদক এ্যাড. খান মোঃ জহুরুল হক, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক এ্যাড. বিপ্লব রায়, সদস্য মোঃ রফিকুল ইসলাম, মনোয়ারা খাতুন, রেহেনাজ পারভীন সালমা, মোঃ আল-আমীন মিয়া প্রমুখ। এর আগে নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পিপি এ্যাড. উজির আলী সেখ, জিপি এ্যাড. মোঃ আনোয়ার হোসেন ও সিজেএম আদালতের অতিরিক্ত পিপি এ্যাড. সুফিয়া খান রেখা সহ অন্যান্যদের সাথে সাক্ষাত ও মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে সকলের সহায়তা কামনা করেন।
উল্লেখ্য রাজবাড়ীর সাবেক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভুঁইয়া উচ্চতর প্রশিক্ষণে বিদেশ গমন করার পর থেকে রাজবাড়ীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কায়সুন্নাহার সুরমা ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।