স্টাফ রিপোর্টার : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজবাড়ী সদর উপজেলা শাখার নির্বাচন আগামী ১ জুলাই। এ নির্বাচনকে সামনে রেখে সভাপতি প্রার্থী মোঃ মানিক বিশ্বাসের বিরুদ্ধে আচরবিধি ভঙ্গ করে শোডাউন, ক্ষমতার অপব্যবহার ও ভোটার শিক্ষকদের হত্যার হুমকী-ধামকি প্রদান করার অভিযোগ উঠেছে।
এ অভিযোগে বুধবার দুপুরে একজন সহকারী শিক্ষক মানিক বিশ্বাসের বিরুদ্ধে রাজবাড়ী থানায় সাধারণ ডায়রী (জিডি) করেছেন।
জিডি দাখিলকারী রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের রাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুবেল মন্ডল জানিয়েছেন, তিনি তার ফেসবুকে তার পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে আসছেন। এর অংশ হিসেবে গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে মানিক বিশ্বাস তার
মোবাইল ফোনে কল দেয় এবং তাকে ও তার পরিবারের সদস্যদের মারপিট খুন জখম করার হুমকি প্রদান করে।
রাজবাড়ী থানায় জিডির বিষয়ে কথা বলতে মানিক বিশ্বাসের মুঠোফোন একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ফোনটি বন্ধ পাওয়া যায়।
রাজবাড়ী থানার এসআই রিফাত বলেন, শিক্ষক রুবেল মন্ডলকে হত্যার হুমকি প্রদানের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রী হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পরে বিকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তৃতা করেন, সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি প্রার্থী আঞ্জুমান আরা বেগম, আব্দুর রহমান, গুলশানারা মোস্তফা, নাজমুল ইমাম, ছলেমান খলিফা, বিমল কৃষ্ণ স্যানাসী প্রমুখ।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি প্রার্থী আঞ্জুমান আরা বেগম বলেন, ইতোমধ্যে মানিক বিশ্বাস নির্বাচনী আচরনবিধি ভঙ্গ করে মোটরসাইকেল ও গাড়ীর বহর নিয়ে পুরো রাজবাড়ী সদর উপজেলা জেলা এলাকায় শোডাউন করে। সেই সাথে ভোটর শিক্ষকদের হুমকি-ধামকি দিচ্ছে। যেটা একজন শিক্ষকের কাছ থেকে আমরা আসা করি না। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি
মানিক বিশ্বাসের শাস্তিও দাবী করেছেন।