মাসুদ রেজা শিশির : মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে রাজবাড়ীর পাংশায় সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে বুধবার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, পৌর মেয়র মোঃ ওয়াজেদ আলী, সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, অফিসার ইনচার্জ (তদন্ত) উক্তম কুমার ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া খাতুন, উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার ঘোষ।
এ কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর হোসেন খান। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ১০ টি ইউনিয়ন ও পৌরসভার জন প্রতিনিধিগণ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান প্রধান অতিথির বক্তব্যে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করেন বলেন, আগে মাদকের চাহিদা কমাতে হবে। তাহলে এর ব্যবহারও কমে যাবে। বর্তমানে সরকারী চাকরী, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিসহ নানা ক্ষেত্রে ডোপ টেস্ট করা হচ্ছে। মাদক সেবীরা নিজেদের পাশাপাশি পরিবার, সমাজ ও দেশেরও ক্ষতি করে। এ জন্য সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের সন্তানরা কাদের সাথে মিশছে, কী করছে-এসব বিষয়ে অভিভাবকদের বিশেষ ভাবে নজর রাখতে হবে।
কর্মশালায় অংশ গ্রহণকারীরা বিভিন্ন গ্রæপে ভাগ হয়ে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নের বিষয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন।
এ কর্মশালার প্রধান অতিথি জেলা প্রশাসক আবু কায়সার খান, উপজেলা চত্বরে পৌছামাত্রই তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসারসহ অতিথি বৃন্দ। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসককে ক্রেষ্ট প্রদান করা হয়।