স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দিন আহমেদ জেলার শ্রেষ্ঠ প্রাণিসম্পদ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের শুদ্ধাচার পুরস্কার প্রদান কমিটি শুদ্ধাচার পুরস্কার-২০২২ এর জন্য জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে (যুগ্ম ভাবে) রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দিন আহমেদকে মনোনীত করেন। কর্মক্ষেত্রে বিভিন্ন বিষয়ে অবদান পর্যালোচনা করে গত ২১জুন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফজলুল হক সরদার, জেলা ট্রেনিং অফিসার ডা. নুরুল ইসলাম তালুকদার বিজয়ীদের হাতে পুরস্কারের ক্রেস্ট, সনদপত্র ও অভিনন্দনপত্র তুলেদেন। অন্যান্যেদের মধ্যে পুরস্কার পেয়েছেন, পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন, গোয়ালন্দ উপজেলা ভেটেরিনারী ফিল্ড এ্যাসিসট্যান্ট মোঃ জুয়েল রানা এবং জেলা ভেটেরিনারী হাসপাতালের গাড়ী চালক মোঃ আলমগীর হোসেন।
রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দিন আহমেদ বলেন, যে কোন স্বীকৃতি প্রেরণাদায়ক, ভবিশ্যতে প্রাণিসম্পদের উদ্ভাবনী কাজে নিজেকে আরও এগিয়ে নিতে চাই।