বালিয়াকান্দি প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাজিদ মন্ডল নামে দেড় বছর বয়সী এক শিশু পানিতে পড়ে মৃত্যু হয়েছে। সে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রামের মোঃ শাকিল মন্ডলের ছেলে।
প্রতিবেশী বলেন, বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে শিশুটি বাড়িতে খেলাধুলা করছিল। খেলার সময় শিশুটি বাড়ীর পাশের পুকুরের পানিতে পড়ে যায়। তার বাবা মাঠে কাজ করছিল ও তার মা সাংসারিক কাজে ব্যস্ত থাকায় শিশুটির খোঁজ নিতে পারে নাই। তাকে বাড়িতে না দেখে বাড়ীর লোকজন তাকে খুঁজতে থাকে। তার কাকা আকিদুল মন্ডল হঠাৎ বাড়ীর পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে। দ্রæত উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসির উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।