স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা গোয়ালন্দে অভিযান চালিয়ে ২৩৫ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামের ছবদুল বিশ্বাসের ছেলে মোঃ আতিয়ার রহমান (৪২) ও দাদশী ইউনিয়নের উড়াকান্দা চারাবটতলা গ্রামের গুদের শেখের মেয়ে ফাল্গুনী বেগম (৩৫)।
রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান বলেন, সোমবার সন্ধ্যা ৬ টা থেকে ৭টা পর্যন্ত গোয়ালন্দ ঘাট থানার জমিদার ব্রিজ এলাকার ভিক্টর ফিড নামক ফ্যাক্টরীর সামনে রাজবাড়ী -গোয়ালন্দ ঘাট গামী সড়কের উপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুমারখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালন শাহ পরিবহনের যাত্রীবাহী বাস তল্লাশী করে মোঃ আতিয়ার রহমান ও মোছাঃ