স্টাফ রিপোর্টার : বাংলাদেশের ৬৪ জেলার স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে সারাদেশের মতো রাজবাড়ী পুলিশ লাইন্স এর ড্রিল শেডে ভার্চুয়ালি জুম কনফারেন্সের মাধ্যমে সংয্ক্তু হয়ে সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজবাড়ী পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান। ওই অনুষ্ঠানের মূল প্রান্তে ঢাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এবং এশিয়ান দাবা ফেডারেশন ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ড. বেনজির আহমেদ, বিপিএম (বার)। এ সময় রাজবাড়ী জেলা পুলিশ লাইন্স প্রান্তে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহউদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহনেওয়াজ রাজু বিপিএম, পিপিএম, ডিআইও-১ (জেলা বিশেষ শাখা) সাইদুর রহমান সহ জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন স্কুলের দাবা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী খুদে দাবাড়ুবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।