স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের ব্যবস্থাপনায় জেলার বিভিন্ন আদালতে কর্মরত আইনজীবীদের মধ্যে বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত প্রণোদনার অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন কার্যনির্বাহী কমিটির সভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত প্রণোদনার অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. এ.টি.এম মোস্তফা। এসময় জেলা বার এসোসিয়েশনের সহ-সভাপতি খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, সম্পাদক এ্যাড. বিজন কুমার বোস, যুগ্ম সম্পাদক এ্যাড. তসলিম আহমেদ, এ্যাড. খান মোঃ জহুরুল হক, ক্রীড়া সম্পাদক এ্যাড. বিপ্লব কুমার রায়, কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড. মোঃ রফিকুল ইসলাম রফিক, এ্যাড. মনোয়ারা খাতুন, এ্যাড. রেহনাজ পারভীন সালমা, এ্যাড. অভিজিৎ সোম অভি, এ্যাড. আল-আমিন মিয়া সহ জেলা বারের অন্যান্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সম্পাদক জানান, বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের আইনজীবীদের জন্য এ প্রণোদনার অর্থ প্রদান করেছেন। এরই অংশ হিসেবে রাজবাড়ীতে কর্মরত ২শ ৩২ জন আইনজীবীর প্রত্যেককে ৩ হাজার ৯৯ টাকা হিসেবে বাংলাদেশ বার কাউন্সিল থেকে ৭ লক্ষ ১৮ হাজার ৯শ ৬৮ টাকা প্রদান করেছে। ঈদের আগেই এ অর্থ বিতরণ শেষ করার পরিকল্পনা রয়েছে।