ঈদে মুক্তি পাচ্ছে শ্রাবণ চক্রবর্তী দিপু পরিচালিত নাটক “কোকিল খোয়ারি ” । একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুম আজিজ ও হোমায়রা হিমু অভিনিত নাটকটি প্রদর্শিত হবে ঈদের পরের দিন সোমবার (১১ জুলাই) ১ম শো বিকাল ৫ টায়, ২য় শো সন্ধ্যা ৭টায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে । মূলগল্প কবি ইউসুফ বাসার আকাশ। শ্রাবণ চক্রবর্তী দিপু টেলিফিল্মটি পরিচালনার পাশাপাশি হিরো চরিত্রেও অভিনয় করেছেন।