মাসুদ রেজা শিশির ঃ রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবু মুসা (২২) নামে এক মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে পাংশা পৌরসভার নারায়নপুর কলেজপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। সে পাংশা সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।
রবিববার বিকাল সাড়ে ৬ টার দিকে পাংশা কৃষি ফার্মে ঈদের ঘোরাঘুরি করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মোটরসাইকেলে চাপা পড়ে। লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পাংশা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।