স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের শেখ রাসেল স্পোটিং ক্লাবের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ ও লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ ও ১২ জুলাই দুই দিনব্যাপী উপজেলার বাবুপাড়া, কলিমহর এবং শরিষা ইউনিয়নের সীমান্তবর্তী নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং নিশ্চিন্তপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ খেলা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন এলাকা হতে সাপ নিয়ে আসা সাপুরিয়া এবং লাঠিয়ালরা বাদ্য যন্ত্রের তালে তালে নেচে গেয়ে দর্শকদের মন জয় করেন। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন বাবুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ঈমান আলী সরদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেমটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিন্নাত আলী, ইউপি সদস্য নাজমুল হক, শেখ রাসেল স্পোটিং ক্লাবের সভাপতি এনামুল হক ও সাধারন সম্পাদক আঃ রশিদ, রেজাউল ইসলাম রেজা, ডাক্তার জামাল হোসেন, আব্দুল মালেক ,বাবুপাড়া ইউপির সদস্য ও সদস্যা গনসহ স্থানীয় মান্যগন্য বক্তিবর্গ। সাপ খেলা এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা চলাকালে কলিমহর, বাবুপাড়া এবং শরিষা ইউপির হাজারোও দর্শকের সমাগম ঘটে। খেলো শেষে অতিথিবৃন্দ বিজয়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন রবিউল ইসলাম।