স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দুটি বইয়ের পাঠ উন্মোচন করা হয়েছে। বই দুটি হলো ‘শ্রাবণ মেঘের জলতরঙ্গ’ এবং ‘শূণ্যতার ছায়া’। সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পঞ্চভাস্কর’র উদ্যোগে বুধবার রাত ৮টায় পাঠোন্মোচন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ড. ফকীর আবদুর রশিদ। এতে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা, কবি সালাম তাসির, সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অসীম কুমার পাল, বই দুটির রচিয়তা রশিদ আল কামাল প্রমূখ। স্বাগত বক্তব্য দেন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পঞ্চভাস্কর’র সাধারণ সম্পাদক রশিদ আল হেলাল।
বক্তারা বলেন, মানুষের সেরা বন্ধু হচ্ছে বই। বই জ্ঞানের আঁধার। বই পড়ে মানুষ আলোকিত হয়। সমাজ থেকে অন্ধকার দুর হয়। তবে দিন দিন বইপড়া তুলনামূলক ভাবে কমে যাচ্ছে। আমাদের বই পড়তে হবে। সৃষ্টিশীল মানুষকে উৎসাহ দিতে বই কিনতে হবে। পাঠ উন্মোচনকৃত বই দুটি পাঠক প্রিয়তা পাবে- এই আশাবাদ ব্যক্ত করেন বক্তরা।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করা হয়। কবিতা আবৃক্তি করেন ড. ফকীর আবদুর রশিদ, গোলাম মোর্তজা সাগর, ইয়াকুব হোসেন ও নাসরিন শিরিন আক্তার। গান পরিবেশনের অংশগ্রহণ করেন জান্নাতুল ফেরদৌস, নাসরিন সুলতানা, শওকত হোসেন প্রমূখ।