মেহেদী হাসান : রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ডহর কালুখালী গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের নিহত হয়েছে।
নিহতরা হলেন, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ডহর কালুখালী গ্রামের হোসেন শেখের স্ত্রী মর্জিনা বেগম ( ২৭ ) ও তার ৪ মাস বয়সী মেয়ে তানজিনা আক্তার। শুক্রবার ( ১৫ জুলাই ) বিকেলে তাদের নীজ ঘরে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে গুরি গুরি বৃষ্টি হয়। এ সময় বিদ্যুতের সংযোগ ওই বাড়ির টিনের ঘরের সাথে লেগে পুরো ঘরটি বিদ্যুতায়িত হয়। এ সময় ঘুম থেকে উঠে ঘরের টিনের বেরায় হাত দিলে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ডহর কালুখালী গ্রামের হোসেন শেখের স্ত্রী মর্জিনা বেগম ও তার চারমাস বয়সী মেয়ে তানজিনা বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়দের সহযোগিতায় মেয়েটিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষনা করেন।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা মেয়ের মৃত্যর খবরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মায়ের মরদেহটি থানায় নিয়ে আসা হয়েছে। আর মেয়েটিকে পাংশা থেকে ওই বাড়িতে নিয়ে আসা হয়েছে। এ ব্যপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান আছে বলেও জানান কালুখালী থানার ওসি।