রুবেলুর রহমান : ভারতের দিল্লির ম্যাক্স নিউরোলজি ও সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দীর্ঘ প্রায় ৫ মাস পর নিজ জেলায় আসলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। বৃহস্পতিবার (২১ জুলাই) বিকাল ৪টার দিকে তিনি রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে আসেন। এ সময় ফেরি ঘাটে জেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ফেরি ঘাট হতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষ প্রিয় নেতাকে দেখতে অপেক্ষায় থাকেন। পড়ে কাজী ইরাদত আলীকে নিয়ে রাজবাড়ী জেলা শহরের উদ্দেশ্যে রওনা হয় তার গাড়ি বহরটি। এরআগে চলতি বছরের ১৮ ফেব্রæয়ারী সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর নিজ বাসভবনে ব্রেন স্ট্রোক করেন জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। এরপর বাসায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হেলিকপ্টার যোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য (২১ ফেব্রæয়ারি) দুপুরে তাকে ভারতের দিল্লির ম্যাক্স নিউরোলজি হাসপাতালে নেওয়া হয়। দিল্লির ম্যাক্স নিউরোলজি হাসপাতালে দীর্ঘ ২ মাস ১১ দিন চিকিৎসা শেষে ঢাকার বাসায় আসেন (৯ মে) কাজী ইরাদত আলী। পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য (২৩ জুন) সিঙ্গাপুরের মাউস্ট এলিজাবেথ হাসপাতালে যান এ নেতা। চিকিৎসা শেষে সুস্থ হয়ে (৩ জুলাই) দেশে এসে ঢাকার বাসায় অবস্থান করেন।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের এ নেতা অসুস্থ হয়ে দীর্ঘ সময় জেলার বাইরে থাকলেও তার নির্দেশনা ও পরামর্শেই সফল ভাবে সকল কর্মসূচি পালন করেছেন স্থানীয় দলীয় নেতাকর্মীরা। এছাড়া জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের সকল অংঙ্গ সংগঠন সহ কাজী ইরাদত আলীর স্স্থুতা কামনায় মসজিদ, দলীয় কার্যালয় সহ বিভিন্ন স্থানে একাধিক দোয়া মোনাজাত করেছেন।
কাজী ইরাদত আলীর ছেলে জেলা আওয়ামী লীগ নেতা কাজী রাকিবুল হোসেন শান্তনু বলেন, আল্লাহর অশেষ রহমত আর সবার দোয়ায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে তার বাবা দীর্ঘ প্রায় ৫ মাস পর রাজবাড়ীতে আসলেন। দৌলতদিয়া ঘাট সহ সড়কের দুই পাশে হাজার হাজার নেতাকর্মীরা তার বাবার অপেক্ষায় ছিলেন। বাবা সব সময় মানুষের জন্য কাজ করেছেন। ফেরি ঘাট ও রাস্তায় জনগণ তার প্রমান দিয়েছেন।