স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বার কাউন্সিলের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও তাদের সাথে রাজবাড়ী জেলা এসোসিয়েশনের নেতৃবৃন্দ ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাড. ইউসুফ হোসেন হুমায়ন, সদস্য এ্যাড. সাঈদ রাজা সহ নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের পক্ষে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. এটিএম গোলাম মোস্তফা, সাবেক সভাপতি এ্যাড. স্বপন কুমার সোম, সাধারণ সম্পাদক এ্যাড. বিজন কুমার বোস, যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক রাজবাড়ী কন্ঠ পত্রিকার সম্পাদক এ্যাড. খান মোহাম্মদ জহুরুল হক, সদস্য এ্যাড. রফিকুল ইসলাম, এ্যাড. অভিজিৎ সোম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।