গোয়ালন্দ প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ছাত্র-ছাত্রীদের মাঝে খাদ্য পুষ্টি ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১ আগষ্ট) দুপুরে দৌলতদিয়া কেকেএস প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্তরে সেভ দ্য চিলড্রেন ও কর্মজীবী কল্যাণ সংস্থার আয়োজনে সুইজারল্যান্ডের সহায়তা ১ হাজার ছাত্র-ছাত্রীদের মাঝে খাদ্য পুষ্টি ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী হিসাবে ছিলো, স্বাস্থ্যকর উন্নত মানের খেজুর,বাদাম,বিস্কুট। এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, জেলা এনএসআই ডিডি মোঃ শরীফুল ইসলাম, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল রহমান, সেভ দ্য চিলড্রেন প্রজেক্ট এডুকেশনের মোঃ ছাইফুল ইসলাম খান সেলিম প্রমুখ।