রুবেলুর রহমান : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জেষ্ঠ্য পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বিকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, যুগ্ম আহ্বায়ক শেখ সোহেল রানা টিপু, সাবেক সহ-সভাপতি গণেশ নারায়ন চৌধুরী, হেদায়েত আলী সোহরাব, মোঃ ফকরুজ্জামান মুকুট, সাবেক সাংগঠনিক সস্পাদক অসীম কুমার পাল, উপ-প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, সদস্য আব্দুস সালাম মন্ডল, জেলা যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ ওহিদুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন শিকদার প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।