স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনিম আওন কে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, রাজবাড়ী জেলা শাখা।
বৃহস্পতিবার (৪ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুবর্ণা রানী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।