সোহেল খান, বালিয়াকান্দি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বালিয়াকান্দি উপজেলা পরিষদ , উপজেলা প্রশাসন , থানা, আওয়ামী লীগ, ভূমি অফিস, ইসলামিক ফাউন্ডেশন,বালিয়াকান্দি সরকারী কলেজ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মসূচীর মধ্যে ছিল, ৪ আগষ্ট রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা, ৫আগষ্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল। পুষ্পমাল্য অর্পন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান , ভাইস য়োরম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, থানার এসআই খোন্দকার আসাদুজ্জামান রিপন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, নারী নেত্রী বাসন্তী সান্যাল প্রমুখ।