আবু সাঈদ : রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সকাল ১০টায় কালুখালী উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, কালুখালী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান , পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি পুষ্পস্তবক অর্পণ করেন । পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনীর উপর আলোচনা করেন কালুখালী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডল, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়াদ্দার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি, যুব উন্নয়ন অফিসার আবুল বাশার চৌধুরী, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসতিয়াক আহম্মেদ রানা চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।