আবু সাঈদ : রাজবাড়ীর কালুখালীতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শেখ কামালের ৭৩ তম জন্ম বাষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার কালুখালী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গ বন্ধুর জ্যেষ্ঠপূত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয় । দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ শেখ কামালের জিবনীর উপর আলেচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন । উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান নবাবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির মোল্লা,মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রাসেল আহমেদ, মৃগী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাদশা, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাতেমা পারভীন, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাগর মন্ডল, বোয়ালিয়া ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক সেলিম মোল্লা প্রমুখ বক্তব্যপ্রদান করেন।