স্টাফ রিপোর্টার : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার (৫ আগস্ট) রাজবাড়ী জেলার ৫টি থানা পুলিশের উদ্যোগে জন্মদিন পালিত হয়েছে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর জন্মবার্ষিকীতে কালুখালী থানা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণ কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান। এসময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বালিয়াকান্দি থানার পক্ষে উপজেলা পরিষদ চত্বরে অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, থানার এসআই আসাদুজ্জামান রিপন, এসআই রাজীবুল ইসলাম সহ পুলিশ সদস্যরা।
পাংশা মডেল থানার পক্ষ থেকে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান পাংশা উপজেলা চত্তরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন। এছাড়াও রাজবাড়ী সদর ও গোয়ালন্দ থানা পুলিশের পক্ষ থেকে জন্মদিন পালন করা হয়েছে।