স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে পাঁচশত গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (৫ আগষ্ট) বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামের মোঃ নাছিরুদ্দিনের স্ত্রী মোছাঃ তাছলিমা বেগম এর নিজ দখলীয় বসতঘরের শয়ন কক্ষের স্টিলের শোকেসের নীচের গোপন ড্রয়ারের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় পলিথিন দিয়ে মোড়ানো পাঁচশত গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে ।