স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর কালুখালীতে চুরি করতে এসে হৃদয় খান (২৩) নামে এক চোর গণধোলাইয়ের শিকার হয়েছে। সে কালুখালী উপজেলার বহরের কালুখালী (ভাসমান) মাসুদ খানের ছেলে। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এসময় পালিয়ে গেছে ২ চোর কালুখালীর উপজেলার হরিণবাড়ীয়া (কাওয়ালীপাড়া) গ্রামের এরশাদ আলীর ছেলে মনিরুল ইসলাম ওরফে বুলবুল ওরফে গুলগুল ও লিয়াকত খানের ছেলে সিরাজুল ইসলাম মোদি।
উপজেলার বোয়ালিয়া গ্রামের নজরুল শেখের ছেলে রুবেল শেখ ওরফে রব্বেল বলেন, শুক্রবার রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ি। ছোট ভাই আল আমিন গরু পাহাড়া দেওয়ার জন্য বারান্দায় ঘুমায়। রাত ৩টার দিকে ঘরে থাকা ট্রাংক খোলার শব্দে ঘুম ভেঙ্গে যায়। লাইট জ্বালিয়ে দেখি হৃদয় খান চুরি করার জন্য ট্রাংক খুলেছে। তাকে জাপটে ধরলে কামড় ও এলোপাথারী মারধর করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ডাক-চিৎকারে দুই ভাই সহ আশপাশের লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করাসহ হৃদয় খানকে আটক করে। সে স্বীকার করে মনিরুল, সিরাজুলসহ তারা ৩জন চুরির উদ্দেশ্যে আসে। ২জন বাইরে অবস্থান করে, ধস্তাধস্তির শব্দ পেয়ে তারা পালিয়ে যায়। এসময় উত্তেজিত জনতা হৃদয় খানকে গণধোলাই দেয়। কালুখালী থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করাসহ আমাকে নিয়ে কালুখালী হাসপাতালে চিকিৎসা প্রদান করে। শনিবার সকালে কালুখালী থানায় ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
কালুখালী থানার ওসি নাজমুল হাসান বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে শনিবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে।