আবু সাঈদ : রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি চায়না খাতুন, সাধারণ সম্পাদক তাসলিমা বেগম ও সাংগঠনিক সম্পাদক বিউটি খাতুন নির্বাচিত হয়েছেন।
শনিবার (৬ আগস্ট) সাওরাইল ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ কমিটি গঠন অনুষ্ঠিত হয়। এসময় সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম আলী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহানা পারভীন, সাধারণ সম্পাদক ফাতেমা পারভীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ। এ কমিটি পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করবেন।