রুবেলুর রহমান ঃ পবিত্র অাশুরা উপলক্ষে রাজবাড়ী অাঞ্জুমান ই কাদেরিয়ার উদ্দ্যোগে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত ৯টার দিকে শহরের বড় মসজিদ খানকা শরীফ থেকে শহরে এ তাজিয়া মিছিল বের হয়।
এ সময় মিছিলটি শহরের প্রধান ও বড় বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বড় মসজিদে এসে শেষ হয়।
জানাগেছে, অাগামীকাল সকাল ১০টায় পুনরায় বড় মসজিদ খানকা শরীফ থেকে শহরে ভক্তবৃন্দের উপস্থিতিতে তাজিয়া মিছিল বের হবে। এবং মিছিল শেষে অন্যান্য অানুষ্ঠানিকতা পালন করা হবে বলেও জানাগেছে।
মিছিলটিতে রাজবাড়ী অাঞ্জুমান ই কাদেরিয়ার সাধারন সম্পাদক অাব্দুল অাজিজ কাদেরী, সহ-সভাপতি মাহবুব উল অালম দুলাল সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।