মেহেদী হাসান : রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হয়েছে। পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার ( ৯ আগষ্ট ) সকালে রাজবাড়ী জেলা শহরের বড় মসজিদ থেকে আঞ্জুমান ই কাদেরীয়ার উদ্যোগে তাজিয়া মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় বড় মসজিদে গিয়ে শেষ হয়। তাজিয়া মিছিলের নেতৃত্ব দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
জানাগেছে, হিজরি ৬১ সনের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রাঃ) ও তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের সেনাদের হাতে শহীদ হয়েছিলেন কারবালার ময়দানে। তাই মুসলমানদের কাছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার দিন এটি। নফল রোজা, নামাজ, জিকির-আসকারের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা দিনটি পালন করছে।