মাসুদ রেজা শিশির : ভাল কাজের স্বীকৃতি পেলেন গ্রাম পুলিশের সদস্য রাম প্রসাদ, রাম প্রসাদ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের একজন সদস্য। বুধবার পাংশা মডেল থানা পুলিশের আয়োজনে আইন শৃংঘলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রাম পুলিশকে সম্মানা ক্রেষ্ট ও আর্থিক পুরুস্কার দেওয়া হয়। পুলিশকে বিভিন্ন সময় এলাকার সঠিক তথ্য দিয়ে এ পুরুস্কার পেলেন গ্রাম পুলিশ রাম প্রসাদ। রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান গ্রাম পুলিশ সদস্য রাম প্রসাদের হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ নেওয়াজ রাজু, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, ইন্সেপেক্টর তদন্ত উত্তম কুমার ঘোষ,পাংশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সাবেক অধ্যক্ষ এ কে এম শফিকুল মোরশেধ আরুজ, উপজেলা আওয়ামীলীগে সভাপতি খোন্দকার মোঃ সাইফুল ইসলাম বুড়ো, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,শরিসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম, পাংশা উপজেলা পুজা পরিষদের সভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র অতুর সরদার, প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবির, সাংবাদিক মাসুদ রেজা শিশির উপস্থিত ছিলেন প্রমুখ।