কালুখালী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলা বাউল সাংস্কৃতিক ফোরামের আহবায়ক কমিটি গঠিত হবার ১০ দিন পর পদত্যাগ করেছেন ওই কমিটির আহবায়ক নজরুল ইসলাম জোয়াদ্দার। মঙ্গলবার তিনি কমিটির সদস্য সচিব আ: রাজ্জাক বাউল এর নিকট পদত্যাগপত্র জমা দেন।
পদ ত্যাগের কারণ হিসেবে নজরুল ইসলাম জোয়াদ্দার জানান, তিনি কোন বাউল নন। তিনি রাজনৈতিক দলের সদস্য। উপজেলা বাউল সাংস্কৃতিক ফোরামের সদস্যদের অনুরোধে তিনি আহবায়ক হওয়ায় তাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এতে তার সামাজিক মর্যাদা ক্ষুন্ন হওয়ায় তিনি কালুখালী উপজেলা বাউল সাংস্কৃতিক ফোরামের আহবায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। কমিটির সদস্য সচিব আ: রাজ্জাক বাউল পদত্যাগপত্রটি গ্রহনের কথা স্বীকার করেছেন।