স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরজাহান আক্তার সাথী যোগদান করেছেন।
সোমবার (২৯ আগস্ট) রাজবাড়ী সহকারী কমিশনার (ভূমি) হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন নূরজাহান আক্তার সাথী। তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজবাড়ী জেলায় স্বাগত জানান জেলা প্রশাসক আবু কায়সার খান। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।