স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর কৃতি সন্তান কাঙ্গালিনী সুফিয়ার নামে প্রস্তাবিত একাডেমির সার্বিক বিষয়ে সভায় আলোচনা হয়। সোমবার (৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুফিয়া একাডেমি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা , জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাসসহ সাংস্কৃতিকর্মী ও গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।