স্টাফ রিপোর্টার :
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন রাজবাড়ীর কৃতি সন্তান এস,এম কুদ্দুস জামান। শনিবার (৩০’মে) বিকাল ৩টায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত ১৮ জন বিচারকের মধ্যে রাজবাড়ীর কৃতি সন্তান এস এম কুদ্দুস জামান একমাত্র বিচারক যিনি আন্তর্জাতিক অঙ্গনে বিচারক হিসেবে দীর্ঘ ৬ বছর দায়িত্ব পালন করেছেন।
রাজবাড়ীর কৃতি সন্তান এস,এম কুদ্দুস জামান সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে ২০১৮ সালের ৩০ মে নিয়োগ পান। এর আগে টানা সাড়ে ৩ বছর তিনি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের গুরুত্বপূর্ণ পদ “ঢাকা জেলা জজ” হিসেবে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘের তত্ত্বাবধানে পূর্ব তিমুর ও সুদানে ৬ বছর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজবাড়ীর কৃতি সন্তান এস,এম কুদ্দুস জামান ছাড়াও স্থায়ীভাবে নিয়োগ পাওয়া অন্য বিচারপতিরা হলেন- মো: আবু আহমেদ জমাদার, এ,এস,এম আব্দুল মোবিন, মো: মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো: কামরুল হোসেন মোল্লা, মো: আতোয়ার রহমান, খিজির হায়াত, শশাঙ্ক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহি উদ্দিন শামীম, মো: রিয়াজ উদ্দিন খান, মো: খায়রুল আলম, এস এম মনিরুজ্জামান, আহমেদ সোহেল, সরদার মো: রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও কে এম হাফিজুল আলম।
গত ২৯ মে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এই ১৮ জন অতিরিক্ত বিচারককে প্রধান বিচারপতির সাথে পরামর্শ ক্রমে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। শুক্রবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, এ নিয়োগ শপথ নেয়ার তারিখ থেকে কার্যকর হবে। এর আগে ২০১৮ সালের ৩০ মে তাদের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। পরে ৩১ মে বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তারা শপথ নেন।
করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতে সাধারণ ছুটির মেয়াদ শেষের দিন শনিবার বিকেল ৩টায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে পূর্বনির্ধারিত সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা বাতিল করা হয়।