বিকাশ বাছাড়, মাগুরা প্রতিনিধি :
লিবিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ২৬ বাংলাদেশী নিহতের ঘটনায় মাগুরার মহম্মদপুরে বিনোদপুরের নারায়নপুর গ্রামের লাল চাঁদের বাড়িতে চলছে শোকের মাতম। রবিবার তার গ্রামের বাড়িতে গেলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার নিহত ও আহত ৪০ জনের মধ্যে দু’জনের বাড়ি মাগুরার নারায়নপুর গ্রামে। নিহত লাল চাঁদ শেখ মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের ইউসুফ শেখের ছেলে। ঘটনায় আহত একই গ্রামের ফুল মিয়ার ছেলে তরিকুল ইসলাম। নিহত লালচাঁদের স্ত্রী শাহানাজ বেগমসহ পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবরে শোকের মাতম তুলছেন ও আহত একই গ্রামের তারিকুলকে দেশে আনার জন্য সরকারের কাছে অনুরোধ জানায় তাদের পরিবার।
লাল চাঁদের স্ত্রী শাহানাজ বেগম বলেন, আমাদের সব সম্বল বিক্রি করে সংসারে একটু স্বচ্ছলতার আশায় আমার স্বামী বিদেশে গেছিলেন। সেখানে তাকে যারা হত্যা করেছে তাদের বিচারের দাবি জানাই।
লাল চাঁদের বাবা ইউসুফ শেখ জানান, টাইলস মিস্ত্রি লাল চাঁদের সঙ্গে এক বছর আগে ঢাকায় পরিচয় হয় মানব পাচারের কামাল মিয়ার সঙ্গে। তার মাধ্যমে ২০১৯ সালের ১ নভেম্বর ৪ লাখ টাকার বিনিময়ে দুবাই হয়ে লিবিয়ায় রওনা হন লাল চাঁদ।