স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা ৪৯তম গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পর্যায়ে মুন্সী ইয়ার উদ্দিন আহমেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম মাঠে এ ফাইনাল খেলায় কালুখালী উপজেলার মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়কে ৩-৪ গোলে প্রমিলা ফুটবলে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়েছে বালিয়াকান্দি উপজেলার নারুয়া মুন্সী ইয়ার উদ্দিন আহমেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এতে তারা বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বিকালে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন, রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহউদ্দিন সহ অন্যান্য কর্মকর্তারা। পরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন ও রানার্স আপদের মাঝে পুরস্কার তুলেদেন।