শহিদুল আলম মিয়া মিলন : রাজবাড়ী বালিয়াকান্দিতে পানিতে ডুবে অর্থি সরকার টুকটুকি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অর্থি সরকার টুকটুকি সদর ইউনিয়নের দক্ষিন বালিয়াকান্দি গ্রামের যদুর মোড় এলাকার ভক্ত সরকারের মেয়ে।
সোমবার (১৯ সেপ্টম্বর) দুপুর ১২ টার দিকে তাকে উদ্ধার করে বালিয়াকান্দি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবা ভক্ত সরকার বলেন, খেলা করতে গিয়ে পরিবারের সবার অজান্তে বাড়ীর পাশের পুকুরে পড়ে যায় । ১২ টার দিকে প্রতিবেশী লুৎফর মল্লিক পুকুরে গোসল করতে গিয়ে পানিতে নামতেই তার পায়ের সাথে লাগে শিশুটির শরীর। পানি থেকে উঠিয়ে দেখতে পান শিশু টুকটুকি। তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসির উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।