স্টাফ রিপোর্টার : বাংলাদেশ দাবা ফেডারেশনের চেয়ারম্যান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ ড. বেনজির আহমেদ, বিপিএম(বার) সার্বিক নির্দেশনায় রাজবাড়ীতে গধৎশং ধপঃরাব ঝপযড়ড়ষ ঈঐঊঝঝ ঈঐঅগচঝ-২০২২ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় গধৎশং ধপঃরাব ঝপযড়ড়ষ ঈঐঊঝঝ ঈঐঅগচঝ হয়ে ওঠো আগামীর গ্রান্ডমাস্টার স্কুল ভিত্তিক দলগত জেলা দাবা প্রতিযোগিতার কর্মশালা ও শুভ উদ্বোধন করা হয়। রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে রাজবাড়ী জেলার কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজবাড়ী পুলিশ সুপার ও রাজবাড়ী স্কুল দাবা জেলা কমিটির আহবায়ক এম এম শাকিলুজ্জামান। স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০টি দল অংশগ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু, বিপিএম,পিপিএম, জেলা ক্রীড়া অফিসার শাহিন সুলতান রাজা, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান , জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, ডিআইও-১ মোঃ সাইদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো শফিকুল ইসলাম শফি প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় পুলিশ সুপার স্কুলভিত্তিত দলগত জেলা দাবা প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষনা করেন। উল্লেখ্য মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।