স্টাফ রিপোর্টার : বুধবার রাজবাড়ীতে আসছেন চলচিত্র নায়িকা নিপুন আক্তার, মামুনুন ইমন সহ বীরত্ব টীম। রাজবাড়ী শহরের সাধনা সিনেমা হলে দুপুর ২ টায় আসবেন জানিয়েছেন বীরত্ব ছবির পরিচালক শহিদুল ইসলাম রানা। পরে এ টিম ফরিদপুরের বনলতা সিনেমা হল এ বিকেল ৫ টায় যাবেন। এ ছবিটির বেশির ভাগ শুটিং রাজবাড়ীর দৌলতদিয়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে।