স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মাষ্টারের বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা দায়ের হয়েছে। গত সোমবার (১৯ সেপ্টেম্বর) রাজবাড়ীর বিজ্ঞ ৪ নং আমলী আদালতে এ মামলা দায়ের করেন কালুখালীর বড়কলকলিয়া এলাকার বাসিন্দা এবং বালিয়াকান্দি বারমল্লিকা এলাকায় দীর্ঘদিন ব্যবসারত মেসার্স রাবেয়া এন্ড ব্রিক্স এর স্বত্ত্বাধিকারী মোঃ নাসির উদ্দিন। মামলায় ইউপি চেয়ারম্যান ছাড়াও আরও তিন জনকে আসামী করা হয়েছে।
অভিযোগ রয়েছে, গত ১৪ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে প্রথম দফায় আসামীগণ ইটভাটা বন্ধ করিয়া দিতে বলে এবং একই দিন রাত ১ টার দিকে ভাটার ৩ টি সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে ১৬ সেপ্টেম্বর আসামীরা চাঁদা দাবী করে। এনিয়ে রাজবাড়ীর ৪ নং আমলী আদালতে মামলার প্রেক্ষিতে আদালতের বিজ্ঞ বিচারক সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।