মেহেদী হাসান : “হয়ে উঠো আগামীর গ্রান্ডমাস্টার” এ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে শেষ হয়েছে তিন দিন ব্যাপী স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতা।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর ) বিকেলে স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতার ফাইনাল খেলা উপলক্ষে পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাজবাড়ী সদর সার্কেল মাইনউদ্দিন চৌধুরী প্রমুখ।
এর আগে বিকেলে বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রাজবাড়ীর পুলিশ লাইন্সে স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে পাংশা জর্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় ও মৃগী বহুমূখী উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান হওয়ার সুনাম অর্জন করেন পাংশা জর্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় আর রানার্স আপ হন মৃগী বহুমূখী উচ্চ বিদ্যালয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।