সোহেল রানা : আমরা চলচিত্র সমিতির দায়িত্ব নেওয়ার পর শিল্পীদের একত্রিত করে ভালো ভালো সিনেমা তৈরীর কাজ করছি। পাশাপাশি সারাদেশে বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সে কারণেই আমরা প্রতিটি জেলায় যাচ্ছি। বুধবার বিকাল ৩ টায় রাজবাড়ী শহরের সাধনা সিনেমা হলে দর্শকদের সাথে বীরত্ব সিনেমা উপভোগ করার পর সাংবাদিকদের চিত্র নায়িকা ও চলচিত্র সমিতির সাধারণ সম্পাদক নিপুন এসব কথা বলেন।
তিনি বীরত্ব সিনেমা সম্পর্কে বলেন, মানুষকে সিনেমা হলমুখী করতে কাজ করা হচ্ছে। আজ বীরত্ব সিনেমা দেখতে রাজবাড়ী আসা। তবে সিনেমাটি বেশির ভাগ শুটিং রাজবাড়ীর দৌলতদিয়া পতিতাপল্লী এলাকায় হয়েছে। সেখানে পতিতালয়ের জীবন-মানসহ বাস্তবধর্মী গল্প উঠে এসেছে। চরিত্রটি আমার ভালো লেগেছে। চলচিত্র নতুন নতুন সিনেমা ও ভালো গল্প দিয়ে তৈরী হওয়ায় এখন মানুষ হলমুখী হচ্ছে।
চিত্র নায়ক ইমন বলেন, দৌলতদিয়া যৌনপল্লীর শিশু, বয়স্ক সহ তাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমি ডাক্তারের ভুমিকায় অভিনয় করেছি। ভালো লেগেছে। জেলার সকল ডাক্তারদের আমার পক্ষ থেকে ভালোবাসা রইল। আর সিনেমাটি রাজবাড়ীতে বেশির ভাগ শুটিং হয়েছে এ কারণে জেলার মানুষের আগ্রহ বেশি। সারা দেশেই সিনেমাটি হাউজ ফুল।
ছবির পরিচালক ও রাজবাড়ীর সন্তান সাইদুল ইসলাম রানা বলেন, আমি রাজবাড়ীর সন্তান হওয়ায় দৌলতদিয়া যৌনপল্লীর শিশুদের বেড়ে উঠা, জীবনমান, চিকিৎসা নিয়ে ছবির চিন্তা করছিলাম। সেই চিন্তা থেকেই ছবিরি চিত্রায়িত করা হয়েছে। সিনেমা হলে বীরত্ব দেখতে দর্শকরা হাউজ ফুল। যেহেতু জেলার দৌলতদিয়া যৌনপল্লীতে চিত্রায়িত বীরত্ব সিনেমা। তাই দর্শকদের সাথে উপভোগ করলেন চিত্র নায়ক ইমন ও চিত্র নায়িকা নিপুন সহ শিল্পীরা। পরে তারা ফরিদপুর সিনেমা হলের উদ্দেশ্যে রওনা হন।