মোজাম্মেল হক লাল্টু : রাজবাড়ীর গোয়ালন্দে সান-সাইন কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের মাঝে প্রতিকী মূল্য ১ টাকায় খাতা ও ১ টাকায় কলম বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রাজবাড়ী সার্কেল ফাউন্ডেশন। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সানসাইন কলেজিয়েট স্কুলের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। রাজবাড়ী সার্কেল ফাউন্ডেশন’র পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন রাজবাড়ী সার্কেলের প্রধান উপদেষ্টা ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আকবর খান। শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সার্কেল ফাউন্ডেশন এর সহকারী পরিচালক সজিবুর রহমান সজিব, এডমিন শফিকুল ইসলাম শাকিব, ধর্মীয় সম্পাদক নাহিদুল ইসলাম, আকবর খান ফাউন্ডেশনের সদস্য মেহেদী হাসান, আশরাফুল আলম জনি ও রাজবাড়ী শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষক টিটু কুমার দে সহ সান-সাইন কলেজিয়েট স্কুলের শিক্ষকবৃন্দ। রাজবাড়ী সার্কেল ফাউন্ডেশন”র সহকারী পরিচালক সজিবুর রহমান সজিব জানান, সামাজিক নানান উন্নয়নমূলক কাজের পাশাপাশি এবছরের শুরু থেকে এখন পর্যন্ত আমাদের পক্ষ থেকে রাজবাড়ীর ৫ টি উপজেলার ৫০ টির অধিক স্কুল ও মাদ্রাসার প্রায় ১০ হাজার শিক্ষার্থীদের মাঝে খাতা কলম বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষরা অনেক সময় নিজেদের খাদ্য চাহিদা মেটাতেই হিমশিম খায়। আর সে সমস্ত সুবিধাবঞ্চিত অসহায় মানুষের জন্য সাধ্য অনুযায়ী কাজ করছি আমরা রাজবাড়ী সার্কেল ফাউন্ডেশন। মানবিক অনেকগুলো উদ্যোগের অন্যতম একটি হলো এইখানেই ‘এক টাকায় খাতা, এক টাকায় কলম’। বিনামূল্যে খাতা কলম নেয়াটা যেন অসহায় মানুষগুলোর কাছে অসম্মানিত বলে মনে না হয় সেজন্য প্রত্যেকের নিকট থেকে ১ টাকা মূল্য রাখা হয়। অপরের দেওয়া এই শিক্ষা উপকরণ যেন অসহায় মানুষগুলোকে ভাবতে না হয় তারা সত্যিকার অর্থেই মূল্য পরিশোধে অপারগ, তাই প্রতিটি কলম ও খাতা এক টাকা নেয়া হয়। মূলত সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারের যেকোন পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এই সুবিধা প্রযোজ্য থাকবে। সরাসরি আমাদের রাজবাড়ী সদরের অফিস থেকে খাতা-কলম সংগ্রহ করতে পারবেন বলে তিনি জানান।