কালুখালী প্রতিনিধি : বুধবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সোহেল রানা । সভায় কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান নবাব,সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম খায়ের,স্বেচ্ছাসেকলীগের কেন্দ্রীয় সদস্য দেলোয়ার হোসেন, মো: আজগর আলী, স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য হেলাল উদ্দিন হাওলাদার, জেলা স্বেচ্ছাসেক লীগের সভাপতি হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদ মন্ডল,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা খলিলুর রহমান খলিল প্রমুখ বক্তব্য রাখেন । বক্তাগন বলেন, আগামী দিনগুলোতে বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারে। স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের মাঠে থেকে তা প্রতিরোধ করতে হবে।