স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন আম্বিয়া সুলতানা । ২০২২ সালের প্রাথমিক শিক্ষা পদকের জন্য তিনি এ কৃতিত্ব অর্জন করেছেন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের নেতৃত্বে বাছাই কমিটি তাকে জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত করেন। জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় ঢাকা বিভাগের শ্রেষ্ঠদের মধ্য থেকে বিভাগের সেরা উপজেলা নির্বাহী অফিসার নির্বাচনীতে অংশ নিবেন।
জেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন,শিশুদের ঝরেপড়া রোধ,স্কুলের অবকাঠামো উন্নয়ন,ব্যক্তিগত অর্থায়ন ও স্থানীয় জনগণের সহযোগিতায় শিশুদের খেলাধুলা সামগ্রী, বেঞ্চ প্রদান ও অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণে সহযোগিতা করায় বালিয়াকান্দি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানাকে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত করা হয়েছে। জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হওয়ায় আম্বিয়া সুলতানা কে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় বালিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক,সহকারী উপজেলা শিক্ষা অফিসার চঞ্চল শেখ শুভেচ্ছা জানান।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, একটা সাফল্যের পেছনে টিম ইস্যুটা বড় অবদান রাখে। বালিয়াকান্দি উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা সম্ভব হয়েছে। আমি সারাজীবন মানুষের জন্য কিছু করতে চাই। যে কোনো স্বীকৃতিই কাজের অনুপ্রেরণাকে বাড়িয়ে দেয়। আজকের এই অর্জনে বালিয়াকান্দির জনগণও ভাগীদার রয়েছে।