স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দে এসএসসি ( ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে এক পরীক্ষার্থীকে বহিস্কার ও দায়িত্ব অবহেলার দায়ে ২ কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুল কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে এক জন পরীক্ষার্থীকে বহিষ্কার এবং দুইজন কক্ষ পরিদর্শককে দায়িত্বে অবহেলার দায়ে পরীক্ষা সংশ্লিষ্ট কাজ হতে অব্যাহতি দেয়া হয়েছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বলেন, নকলমুক্ত এবং শান্তিপূর্ণ পরিবেশে চলমান পাবলিক পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসন সকল পক্ষের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।