সোহেল খান : রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ পুলিশিং মহিলা নেটওয়ার্ক ( ইচডঘ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গনে মতবিনিময় করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহিলা সদস্য, মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ বাচ্চু মোল্লা, মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রউফ বিশ্বাস, সহকারী শিক্ষক আইয়ুব হোসেন আমান, সহকারী শিক্ষক আতাউর রহমান ফিরোজ, অফিস সহকারী পলাশ সহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা। ছাত্র ছাত্রীদের সাথে মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার রাজবাড়ী ( সদর সার্কেল) মাঈন উদ্দিন আহমেদ ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ, ছাত্র-ছাত্রীদের নৈতিকতা, ইন্টার নেটের সুফল ও কুফল, মাদক, সন্ত্রাস নিয়ে আলোচনা করেন।