স্টাফ রিপোর্টার : শারদীয় দূর্গোৎসব উপলক্ষে রাজবাড়ীর কালুখালী থানায় পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কালুখালী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, কালুখালী উপজেলা চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটো। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিউর রহমান নবাব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজয় বসু, সাধারণ সম্পাদক যাবদ দত্ত প্রমুখ। এসময় মন্দির কমিটির সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।